আর্কাইভ থেকে বাংলাদেশ

সৌদিতে কোয়ারিন্টিন পালনে প্রতারণার শিকার বাংলাদেশীরা

সৌদিতে কোয়ারিন্টিন পালনে প্রতারণার শিকার বাংলাদেশীরা

নিজস্ব খরচে কোয়ারেন্টিন পালন করতে গিয়ে, সৌদি আরবে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।

মোটা অঙ্কের টাকা নিলেও বাংলাদেশ বিমান তাদেরকে নিম্নমানের আবাসন ও খাবার যোগান দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীর সহায়তা চান তারা।

করোনা মহামারীর কারণে সাধারণ বিমান যোগাযোগ বন্ধ থাকলেও বাংলাদেশি শ্রমিকদের জন্য নিজ খরচে সাতদিন কোয়ারেন্টিন পালনের শর্তে প্রবেশের অনুমতি দেয় সৌদি সরকার। শর্ত মেনে ৩০ জুন বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে রিয়াদে যায় বেশ কয়েকজন। কিন্তু রিয়াদে নেমেই দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বিমান হলিডেজের প্রতারণার শিকার হন তারা।

রিয়াদের সুযোগ-সুবিধাহীন হোটেলের কথা জানানো হয়েছে দূতাবাসকে। কিন্তু শঙ্কা কাটছে না তাদের।

এখানকার নিম্নমানের  পরিবেশের কারণে কোভিডেও আক্রান্ত হতে পারেন কেউ কেউ এমন শংকা জানিয়েছে সংশ্লিষ্টরা। যার প্রভাব ফেলতে পারে পুরো শ্রমশক্তি রপ্তানির ওপরই।

 

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদিতে | কোয়ারিন্টিন | পালনে | প্রতারণার | শিকার | বাংলাদেশীরা