ফ্লাইটে দুটি মশা এসে দেশে বংশবিস্তার করেছে: তাজুল

আমাদের দেশে কোনো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা বাইরের দেশ থেকে এসেছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জারের সঙ্গে করে দুটি মশা এসে বংশ বিস্তার করেছে। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন , আমাদের দেশে কোনো এডিস মশা ছিল না। হয়তো ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশবিস্তার করেছে।

তাজুল ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আর ২০২০ সালে এসে সেই সফলতা দেখাতে সক্ষম হয়েছি। তবে ২০২২ সালে এসে আবার পরিস্থিতির অবনতি লাখ করছি। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি এখনো অনেক খারাপ।

মন্ত্রী বলেন, ডেঙ্গুতে দেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version