Connect with us

খেলাধুলা

টিভিতে আজ দেখবেন যেসব খেলা

Published

on

কাতার বিশ্বকাপে আজ রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল ও সার্বিয়া। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, সুয়ারেজের উরুগুয়ের ম্যাচও রয়েছে আজ।

কাতার বিশ্বকাপে আজ (২৫ নভেম্বর) চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২২ বিশ্বকাপ ফুটবল

 

সুইজারল্যান্ড–ক্যামেরুন

Advertisement

বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

 

উরুগুয়ে–দক্ষিণ কোরিয়া

সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

পর্তুগাল–ঘানা

Advertisement

রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

 

ব্রাজিল–সার্বিয়া

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

Advertisement

খেলাধুলা

টিভিতে আজকের খেলা

Published

on

খেলা দেখতে কার না ভালো লাগে। দেখে নিই কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে-

ক্রিকেট

আইপিএল

কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ান্স

রাত ৮টা, সরাসরি: টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ২

Advertisement

ফুটবল

বিপিএল

মোহামেডান স্পোর্টিং ক্লাব–বসুন্ধরা কিংস

বিকাল ৪টা, সরাসরি: টি স্পোর্টস টিভি অ্যান্ড ডিজিটাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

ম্যানচেস্টার সিটি–ফুলহ্যাম

বিকাল ৫:৩০, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহ্যাম হটস্পার–বার্নলি

রাত ৮টা, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

Advertisement

রিয়াল মাদ্রিদ–গ্রানাদা

রাত ১০:৩০, সরাসরি: স্পোর্টস ১৮, র‌্যাবিটহোল

 

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

খেলাধুলা

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন এমবাপ্পে

Published

on

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়বেন এটা নিশ্চিত ছিল বললেই চলে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি তারকা। আগামী রোববার পার্ক ডু প্রিন্সেসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

সেখানে ফরাসি সেনসেশন আরও জানান, এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যাওয়ার আগে পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর লক্ষ্য ছিল তার। কিন্তু সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙে গেছে।

এমবাপ্পে গেলো কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদে যাবেন, যাচ্ছেন করলেও থেকে গেছেন পিএসজিতে। ভিডিও বার্তায় অবশ্য রিয়ালে যাওয়ার তেমন কোনো ইঙ্গিত দেননি। কোথায় যাবেন সেটাও জানাননি।

তিনি বলেন, ‘পিএসজিতে এটাই আমার শেষ বছর। চুক্তি আর নবায়ন করছি না। কয়েক সপ্তাহের মধ্যে অ্যাডভেঞ্চার শেষ হবে। রোববার পার্ক ডু প্রিন্সেসে আমি শেষ ম্যাচ খেলতে নামব।’

এই মৌসুমে পিএসজি লিগ ওয়ান জিতেছে। গেলো ১২ মৌসুমে এটা তাদের দশম শিরোপা। রোববার তুঁলুজের বিপক্ষে খেলা। প্রান্তসীমায় আসা মৌসুমে লিগে প্যারিসের শেষ হোম ম্যাচ এটা। আর সেখানেই বিদায় বলতে চান এমবাপ্পে। ট্রফি হাতে সুন্দরভাবে বিদায় নিতে চান তিনি।

Advertisement

গেলো ফেব্রুয়ারিতে এমবাপ্পে ব্যক্তিগতভাবে জানান, তিনি আর থাকছেন না পিএসজির সঙ্গে। চুক্তির মেয়াদও শেষ এ মৌসুমে। ২৫ বছর বয়সী এই ফুটবলার এখনও রহস্য রেখে দিয়েছেন নিজের ভবিষ্যত নিয়ে।

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

Published

on

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে এখনো ১.৫ মাসের মতো বাকি আছে। স্কোয়াডে সুযোগ হয়নি মিডফিল্ডার ক্যাসিমিরোর। এছাড়াও বাদ পড়েছেন অ্যান্টোনি, রিচার্লিসন। চোটের কারণে এবারের আসর খেলা হচ্ছে না নেইমারের। বাকি সদস্যরা নিয়মিত ও অনুমেয়।

কোচ দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলো সবার আগে। ২৩ সদস্যের স্কোয়াডে ক্যাসিমিরোর না থাকা কিছুটা বিস্ময়ের। অভিষেক হয়নি এমন দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হয়েছে। তাঁরা হচ্ছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোওয়ার্ড এভানিলসন।

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। জুনের শুরুতে দুই-একটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

 

ব্রাজিল স্কোয়াড :

Advertisement

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুয়েলহারমে অ্যারেনা , ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version