আর্কাইভ থেকে রোগব্যাধি

অবশেষে নতুন নামে এলো মাঙ্কিপক্স

অবশেষে নতুন নামে এলো মাঙ্কিপক্স
করোনা ভাইরাসের পরপর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে মাঙ্কিপক্স ভাইরাস। এই ভাইরাসের নাম নিয়ে অভিযোগের যেন শেষ নেই। অনেকেই অভিযোগ করে বলেন, ভাইরাস মাঙ্কিপক্স শব্দটি বর্ণবাদী ও কলঙ্কজনক। আর এইসব অভিযোগের কবলে পরে অবশেষে এর নতুন নাম দেয়া হয়েছে এমপক্স। গেলো সোমবার (২৮ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও । মাঙ্কিপক্সের লক্ষণগুলো সাধারণত ৬ থেকে ১৩ দিনের মধ্যে প্রকাশ পায়। ক্ষেত্রবিশেষে প্রথম লক্ষণ ২১ দিনের মধ্যেও প্রকাশ পায়। এতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, পিঠে ব্যথা, অবসাদগ্রস্ততা এবং দুর্বলতা দেখা যায়। তবে গুটিবসন্ত থেকে এর প্রধান পার্থক্য হল এতে লসিকাগ্রন্থি বা লিম্ফ নোড (গলায়, বোগলে ও কুঁচকিতে কিছু গ্রন্থি) ফুলে ওঠে। ১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল বলে এর নামকরণ হয় মাঙ্কিপক্স। কিন্তু এই রোগটি অনেক প্রাণীর মধ্যে পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগই ইঁদুর। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল। তখন থেকেই এ ভাইরাসের নতুন নাম দেয়ার দাবি ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১১০টি দেশের প্রায় ৮১ হাজার ১০৭টি মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা ঘটে এবং এতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | নতুন | নামে | এলো | মাঙ্কিপক্স