বিমানকর্মীর দেহ ছিন্নভিন্ন করে দিলো ইঞ্জিনের রোটর

সব যাত্রী নেমে গিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল বিমানটি। পাইলট এবং ক্রু মেম্বাররাও বিমান থেকে নেমে গেছেন। কিন্তু দুই ইঞ্জিনের একটি তখনও ছিলো সচল। যা কারোরই নজরে আসেনি। বন্দরের এক কর্মী চলন্ত ওই ইঞ্জিনের কাছে যেতেই তাকে টেনে নেয়। ইঞ্জিনের রোটর তার দেহ ছিন্নভিন্ন করে দেয়।

শনিবার (৩১ ডিসেম্বর) নিউ ইয়র্ক পোস্টের দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই খবরের সত্যতা স্বীকার করে।

ঘটনাটি ঘটেছে আলাবামা অঙ্গরাজ্যের মন্টগোমেরি আঞ্চলিক বিমানবন্দরে। এটি একটি বেসামরিক-সামরিক বিমানবন্দর। যা আলাবামার রাজধানী মন্টগোমেরির সাত মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ওইদিন বেলা তিনটার দিকে নিহত ওই কর্মী এমব্রায়ার ১৭০ ইঞ্জিনের কাছে যেতেই তাকে টেনে নেয়। বিমানটি তখন পার্কিং এরিয়ায় ব্রেক করা অবস্থায় ছিল। বিমানটি ডালাস থেকে সদ্যই মন্টগোমেরি বিমানবন্দরে অবতরণ করে।

নিউ ইয়র্ক পোস্ট আরও জানায় নিহত বিমানকর্মী পিয়াডমাউন্ট এয়ারলাইন্সের কর্মরত ছিলেন।

এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান দুঃখপ্রকাশ করে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version