বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেলেন যারা

এক বছরের জন্য ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন জাকির হাসান, হাসান মাহমুদের মতো তরুণরা। তিন ফরম্যাটেই রাখা হয়েছে লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিমের সাথে ওয়ান্ডে অধিনায়ক তামিম ইকবাল আছেন ওয়ানডে ও টেস্টের চুক্তিতে। টেস্ট থেকে আগেই অবসর নেওয়া গত টি২০ বিশ্বকাপে জায়গা হারানো মাহমুদউল্লাহ আছেন কেবল ওয়ানডের চুক্তিতে।

 

শনিবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ২০২৩ সালের তিন সংস্করণের জন্য চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি।

আরও পড়ুনঃ  রোনালদোকে নিয়ে কোহলির কড়া জবাব

চুক্তিবদ্ধ ২১ ক্রিকেটারের নামের তালিকা:

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

টেস্ট: মুমিনুল হক, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ

বাদ পড়েছেন: মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।

 

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version