ভারতে বাস খাদে পড়ে ৩২ জন নিহত
ভারতের মধ্যপ্রদেশের সিধিতে বাস খাদে পড়ে ৩২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এ ঘটনায় আরো অনেকেই পানির নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধারকারী দল সকাল থেকেই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ডাক্তারসহ অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।'
শিবরাজ সিং এক ভিডিও বার্তায় বলেন, সেখানে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। উদ্ধারকাজ চলছে। রাষ্ট্রের সবাই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানেরও ঘোষণা দেন তিনি।
দুর্ঘটনার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্যটির সরকার।
রাইদুল শুভ