আহত হলেন শাকিব খান!
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ‘আগুন’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার আফতাবনগরে ‘আগুন’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন শাকিব। মারপিটের শুটিংয়ের দৃশ্যধারণের একপর্যায়ে আহত হন তিনি।
ইউনিট সূত্রে জানা যায়, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে তার এক্সরে করানো হয়।
শুটিং আপাতত স্থগিত আছে, শাকিব প্রাথমিক চিকিৎসা শেষে তার নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।
বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু।