বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে অভিযান
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দিল্লি এবং মুম্বাই কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ দফতরের (আয়কর বিভাগ) গোয়েন্দারা।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে একযোগে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইলসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন তারা।
এদিকে তল্লাশির এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। দলটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় (হিন্দিতে) বলা হয়েছে, ‘প্রথমে বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা হলো। এখন বিবিসিতে অভিযান চালিয়েছে আইটি (আয়কর বিভাগ)। এটি এক অঘোষিত জরুরি অবস্থা।’
কংগ্রেসের প্রভাবশালী নেতা জয়রাম রমেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘বিনাশকালে বুদ্ধি নাশ’। কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। তার দাবি, আদানিসহ বিভিন্ন ইস্যুতে কার্যত কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের স্বরূপ প্রকাশ করে ফেলেছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যদিও ভারত সরকার এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ভিডিওটি মুছে ফেলার জন্য আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়।
এমন একটা সময় এ অভিযান চালানো হলো, যখন গুজরাট দাঙ্গা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তথ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি। যদিও ভারতের আয়কর বিভাগের দাবি, বিবিসির অফিসে ‘জরিপ’ চালাতে গিয়েছিল তারা।