আর্কাইভ থেকে ফুটবল

আলভারেজকে নিজেদের ডেরায় টানতে চায় বার্সা

বয়স হয়ে গেছে ৩৪। স্বাভাবিকভাবেই এসময়ে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন ফুটবলাররা। তবে এই বয়সেও পুরো মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনাকে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

তবে একসময় বয়সের কাছে হার মানতেই হবে লেভাকে। মাঠের বাইরে যেতেই হবে তাকে। সেসময় বার্সার হাল ধরবেন কে?

ইতোমধ্যে তার অনুসন্ধানে নেমেছে ব্লাউগ্রানারা। প্রথমেই আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা জুলিয়ান আলভারেজের ওপর চোখ পড়েছে তাদের।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন আলভারেজ। ইংলিশ ক্লাবটি রাজি হলে তাকে নিজেদের ডেরায় টানতে চায় বার্সা।

প্রভাবশালী ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ফিচাজেসের প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী আর্জেন্টাইনকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বার্সা। তরুণ গোলমেশিনকে আগামী ১০ বছর নিজেদের দূর্গে রাখতে চায় তারা। অর্থাৎ আসছে দশকে বার্সার মূল ত্রাতা হবেন তিনি।

অবশ্য এই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বার্সাকে। ফলে ক্লাবটির জার্সি গায়ে ন্যু ক্যাম্পে আলভারেজকে দেখা যায় কি না, তা সময়সাপেক্ষ ব্যাপার সেটা নিঃসন্দেহে বলা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন