আর্কাইভ থেকে ইউরোপ

গ্রীসে দাবানল থেকে বাঁচতে ছুটছে হাজারো মানুষ

গ্রীসে কয়েকদিন ধরে চলতে থাকা দাবানল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছে হাজার হাজার মানুষ। জনবহুল এলাকাসহ বিদ্যুতের স্থাপনা এবং ঐতিহাসিক স্থানগুলোতে আগুন নেভাতে লড়াই করছে দমকলকর্মীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গ্রীসের স্বাস্থ্য বিভাগ বলছে, রাজধানী এথেন্সের উত্তরের বনাঞ্চল থেকে ছড়িয়ে পড়া দাবানল ছড়িয়ে পড়েছে ২০ কিলোমিটারের বেশি এলাকায়। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বেশকিছু কর্মী ও স্বেচ্ছাসেবক।

ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার অ্যারিস্টটেলিস জানান, ভয়াবহ দাবদাহের দশম দিন পার করছে গ্রীস। ৩০ বছরের মধ্যে এর তীব্রতা ও সময়কাল সবচেয়ে বেশি। ভয়াবহ দাবানল থেকে বাঁচাতে শুক্রবার ভোর পর্যন্ত দক্ষিণ গ্রীসের অন্তত ৬০টি গ্রাম উচ্ছেদ করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ-পূর্ব ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইউরোপের পাঁচটি দেশ থেকে অগ্নিনির্বাপক দল এবং আগুন নেভানোর হেলিকপ্টার হস্তান্তর করবে সংস্থাটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন