মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজশাহীর চারঘাটে ট্রাক মোহটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে।
নিহতরা হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার তেুঁতলিয়াপুকুর এলাকার তজিবুর রহমানের ছেলে অনিক (১৮) ও একই এলাকার আমিনুলের ছেলে মুরাদ (১৭)।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, অনিক ও মুরাদ দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শুক্রবার বিকেলে চারঘাটে বেড়াতে যাচ্ছিল। আর চারঘাট থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে আসছিল। বিকেল সাড়ে ৫টার দিকে চারঘাটের নাওদাপাড়া নামক এলাকায় তারা পৌঁছালে চারঘাট থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিক ও মুরাদ নিহত হয়। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনের লাশ উদ্ধার করে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম জানান, ঘটনা শোনার পর আমি নিজে সেখানে গিয়েছি। ট্রাকও আটক করা হয়েছে। তবে ট্রাকের হেল্পার বা চালককে পাওয়া যায়নি।