আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে তালেবানের গুলিতে মিডিয়া প্রধান নিহত

আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালকে গুলি করে হত্যা করেছে তালেবান। স্থানীয় সময় শুক্রবার দুপুরে পশ্চিম কাবুলের দারুল আমান সড়কে এই হত্যাকাণ্ড হয়।

আফগান সংবাদমাধ্যম টলো নিউজ জানিয়েছে, কাবুলে আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে তালেবান হামলার রেশ না কাটতেই খুন হলেন মেনাপাল। গেল বুধবার আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার পরই সরকারি কর্মকর্তাদের ওপর আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল সশস্ত্র গোষ্ঠিটি।

মেনাপাল মিডিয়া ও তথ্য কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালনের আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন মেনাপাল। ২০১৫ সালে কান্দাহারে সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের প্রধান হিসেবে কাজও করেছেন তিনি। সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের আগে রেডিও আজাদিতে সাংবাদিক হিসেবেও কাজ করেন আফগান সরকারের এই মিডিয়া ও তথ্য পরিচালক।

দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের বাসিন্দা মেনাপাল। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক করেছেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন