কুমিল্লার হেলমেট পরে পিএসএলে নাসিম, গুনতে হলো জরিমানা
কিছুদিন আগে বিপিএলের নবম আসর খেলে গেছেন পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ। টুর্নামেন্ট শুরুর আগে খুলনা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু খুলনা তাকে ছেড়ে দেওয়ায় খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে। তবে অন্যান্য পাকিস্তানি ক্রিকেটারদের মতো নাসিমও টুর্নামেন্টের মাঝপথে পিএসএল খেলতে বাংলাদেশ ছাড়েন।
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন নাসিম। কিন্তু পিএসএল খেলতে গিয়েও আবার যেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে নামলেন নাসিম। মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে গিয়েছিলেন মাঠে। যে ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ঘটনা এখানেই শেষ নয়, ভুল হেলমেট পরায় নাসিমকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ডানহাতি এই পেসারকে ম্যাচ ফির ১০% জরিমানা করেছে পিসিবি।
২০ বছর বয়সী নাসিম আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এক বছরও হয়নি। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই বোলার।