আর্কাইভ থেকে ফুটবল

আর্থিক অনিয়মের জবাব দিতে ফিফায় বাফুফে কর্মকর্তারা

সম্প্রতি আর্থিক অনিয়ম ও কেনাকাটায় অসংগতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার কর্মকর্তাকে চিঠি দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

বাফুফে থেকে অনলাইনে শোকজের জবাব দিয়েছে এই চার কর্মকর্তা। কিন্তু এতেও সন্তুষ্ট হতে পারেনি ফিফা। অভিযুক্ত কর্মকর্তাদের সুইজারল্যান্ডের জুরিখে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়।

বুধবার নোটিশের জবাব দিতে ফিফার সদরদপ্তরে যান তারা। তবে এ ব্যাপারে মুখ খুলছেন না বাফুফের কোনো কর্মকর্তা। গেল কয়েক বছর ধরেই আর্থিক অনিয়ম নিয়ে বারবার বিভিন্ন আলোচনায় আসছে বাফুফে।

কিছুদিন আগে সাবেক কোচ জেমি ডের পাওনা বকেয়া সময় মতো না দেওয়ায় ফুটবল উন্নয়নে বাফুফেকে প্রতি বছর যে অর্থ বরাদ্দ দেয় তা স্থগিত করেছে ফিফা। সেই ঘটনার রেশ ধরে বাফুফের ক্রয়-প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

এ সম্পর্কিত আরও পড়ুন