পরিবারসহ ওমরাহ পালন করছেন মিরাজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছে ওমরাহ পালনে। বিপিএলের মাঝপথেই তিন দিনের সময় পেয়ে সাকিব আল হাসান ওমরাহ পালন করে এসেছেন।
বিপিএল শেষে ওমরাহ পালন করতে গিয়েছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। ওমরা পালন শেষে অনুশীলনেও ফিরেছেন তিইনি। এবার জানা গেল, মুসলিমদের ধর্মীয় এই কার্যক্রম পালন করতে গেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
বিপিএলে বরিশালের হয়ে খেলা এই ক্রিকেটার নিজের পুরো পরিবার নিয়েই গিয়েছেন ওমরাহ পালনে। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরাম শরীফে নামাজ শেষে নিজের ফেসবুক পেজে একটি ছবি আপলোড দিয়েছেন মিরাজ।
ক্যাপশনে লিখেছেন, ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তার পথে জীবন পরিচালনা করেন।‘