আল নাসরের হয়ে প্রথম যে অর্জন রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে শুরুটা একদম ভালো যায়নি রোনালদোর। শুরুর একাধিক ম্যাচে গোল না পেলেও পরে অবশ্য এক ম্যাচেই পেয়েছেন চার গোল। তবে ছিল না কোন অ্যাসিস্ট।
এবার সতীর্থকে দিয়ে গোল করিয়ে অ্যাসিস্টের খাতায় নাম লেখালেন। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম অ্যাসিস্ট রোনালদোর। শুক্রবার রাতে আল তাউনকে ২-১ গোলে হারায় আল নাসর। সেই ম্যাচে আব্দুলরহমান ঘারিবকে দিয়ে গোল করালেন রোনালদো।
মাঝমাঠে দুদলের খেলোয়াড়রা বল দখলের লড়াই এক পর্যায়ে বল আসে রোনালদোর কাছে। বল পেয়ে ক্রস করেন ঘারিবের উদ্দেশে। সৌদি উইঙ্গার বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে বল জালে পাঠিয়ে দেন।