ভারতীয় চলচ্চিত্র আমদানিতে অসুবিধা নেই: তথ্যমন্ত্রী
ভারতীয় চলচ্চিত্র পরীক্ষামূলকভাবে বাংলাদেশে দুই বছরের জন্য আমদানির লিখিত প্রস্তাব দিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।এ বিষয়ে পদক্ষেপ নিতে নেই কোনো অসুবিধা। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতি, পরিবেশক সমিতিসহ সবাই এ ব্যাপারে একমত হয়েছে। সুতরাং এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর কোনো অসুবিধা নেই।
ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়ার পর প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি চলচ্চিত্র আনার প্রস্তাব দেয় মোর্চাটি।
সিনেমা হলে বছরের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২০ সপ্তাহ আমদানির চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে তারা।