আর্কাইভ থেকে ক্রিকেট

কবে ঢাকায় আসবেন হাথুরুসিংহে!

টাইগারদের প্রধান কোচ হয়ে আবারও ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। নতুন দুই বছরের চুক্তিতে তিন সংস্করণের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পালন করবেন তিনি।

আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখার কথা রয়েছে হাথুরুসিংহের।

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। সেই সিরিজের মাধ্যমে শুরু হবে তাঁর দ্বিতীয় ইনিংস। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা রয়েছে।

এর আগেও টাইগারদের কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ৫৪ বছর বয়সী এ শ্রীলঙ্কান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন