আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকায় কিশোর গ্যাংয়ের ১৬ জন গ্রেপ্তার  

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা মসজিদ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের প্রধান কোরবান আলীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম এ তথ্য জানান।

ওসি বলেন, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কার্যক্রম চালাত গ্রুপটি। তারা নির্মাণাধীন বাড়ি থেকে চাঁদাবাজি করত। বিভিন্ন সময় এলাকার লোকজন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সংবাদ সম্মেলনে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, এই গ্রুপটি দীর্ঘ দিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। থানায় দুটি মামলাও হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃতরা যাত্রাবাড়ী এলাকার কিশোর গ্যাংকে নেতৃত্ব দিত। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা আছে। সন্ত্রাস বিরোধী আইনেও মামলা আছে তাদের বিরুদ্ধে।

যাত্রাবাড়ী এলাকায় কতগুলো কিশোর গ্যাং সক্রিয় আছে তা জানা নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন