২৫ দিন পরও ‘পাঠান’ ঝড় অব্যাহত
দেখতে দেখতে ২৫ দিন পার করল ‘পাঠান’। হাজার কোটি ছুঁতে এখন কিছুটা পথ বাকি। এরই মধ্যে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’। ‘শেহজাদা’ কি তাহলে পাঠান-এর সাফল্যে ভাগ বসাতে এসেছে?
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পঁচিশতম দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় ৯৮৮ কোটি টাকা। অন্যদিকে ছবির হিন্দি ভার্সন ইতিমধ্যেই ৫০০ কোটির অঙ্ক ছুঁয়েছে। হাজার কোটির একেবারে অন্তিমলগ্নে দাঁড়িয়ে রয়েছে এই ছবি। কয়েক দিন আগেই ‘বাহুবলী ২’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘কেজিএফ ২’, ‘দঙ্গল’-এর মতো ছবির নজির ভেঙেছেন। তবে সিনেমা বিশেষজ্ঞদের অনেকেরই আশা ছিল ভ্যালেন্টাইন ডে এর সপ্তাহেই হাজার কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে এই ছবি। তবে সেটা হতে এখনও কিছু সময় বাকি।
অন্যদিকে চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’। তবে ‘পাঠান’ ঝড়ে কুপোকাত কার্তিকের ছবি। দুইদিনে এই ছবির আয় মোটে ১২ কোটি।
প্রসঙ্গত, পঁচিশ দিন পার করে পাঠান ঝড় অব্যাহত বক্স অফিসে।