আমি ক্ষমাপ্রার্থী: পূজা চেরি
সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরি। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবারে এসেছেন এ নায়িকা।
সম্প্রতি অভিনেত্রী পূজা চেরি তার ফেসবুক পেইজে একটি পোস্ট করে ক্ষমা চেয়েছেন সবার কাছে।
পূজা লিখেছেন- “আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে । আমি জাজেরই সৃষ্টি , জাজেরই মেয়ে । আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ । কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া , খোকন ভাইয়া , বাপ্পি ভাইয়া ,মাহি আপু , ফারিয়া আপু ,রোশান , সিয়াম , সৈকত নাসির ভাইয়া , রাফি ভাইয়া , রমিম ভাইয়া , মেজবাহ ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ । আমার অল্প বয়সের কারনে আমি একটি ভুল করেছি । আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী । আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন । 🙏🙏🙏”