আর্কাইভ থেকে ফুটবল

হঠাৎ সপরিবারে বার্সেলোনায় মেসি (ভিডিও)

লিঁলের বিপক্ষে লিগ ওয়ানে ম্যাচে শেষ সময়ে লিওনেল মেসির জাদুকরী ফ্রি কিক গোলে জয় পেয়েছে পিএসজি। নাটকীয় সেই জয়ের পর দুই দিনের ছুটি পেয়েছেন প্যারিসিয়ানরা। আর ছুটিতেই সপরিবারে বার্সেলোনায় গেলেন সদ্য বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার।

দুই দিন অনুশীলনের চাপ নেই পিএসজির ফুটবলারদের। এই অবসর সময়টা উপভোগ করতেই পরিবারসহ নিজের দ্বিতীয় বাড়ি বার্সেলোনায় ঘুরতে গেলেন তিনি। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার বার্সায় পা রাখলেন মেসি।

আরও পড়ুনঃ বাড়ি বিক্রি করবেন রোনালদো, দাম কতো!

চলতি মৌসুমে জুনে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছে ফরাসি ক্লাবটি মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে চুক্তির অগ্রগতি শূন্যই বলা যায়।

 

💥 Informa @victor_nahe

🇦🇷 Leo Messi está en Barcelona

🔙 Primera vez que regresa desde que ganó el Mundial

📻 #PartidazoCOPE pic.twitter.com/SWVbOxEY5y

— El Partidazo de COPE (@partidazocope) February 19, 2023

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসার পর মেসি বলেছিলেন, তিনি আবার ন্যু-তে ফিরতে চান। কিন্তু মেসির এজেন্ট তাঁর বাবা হোর্হে মেসি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বার্সা থেকে থেকে মেসির জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি।

   

এ সম্পর্কিত আরও পড়ুন