আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলেই রবিনহোর কারাদণ্ড চায় ইতালি

ব্রাজিল ও রিয়েল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে ধর্ষণের দায়ে নয় বছরের কারাদন্ড দিয়েছে ইতালির আদালত। মিলানের একটি আদালত রবিনহোসহ ছয়জন ব্রাজিলিয়ানকে একটি নাইটক্লাবে অ্যালকোহল পান করার পর এক মহিলাকে গণধর্ষণ করার জন্য দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু রবিনহো ব্রাজিলে থাকায় তার সাজা নিশ্চিত করতে পারেনি ইতালির আদালত।

এসি মিলানেরর সাবেক এই স্ট্রাইকারকে গ্রেপ্তারের জন্য ইতালির আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় দেশটির আইন মন্ত্রণালয় ব্রাজিলের আইন মন্ত্রণালয়কে চিঠি মাধ্যমে জানিয়েছে রবিনহোকে ব্রাজিলের কারাগারে সাজা নিশ্চিত করার জন্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রাজিলের স্থানীয় মিডিয়া জানিয়েছে, দেশটির বিচার বিভাগ ইতালির চিঠির প্রেক্ষিতে রবিহোর সাজার বিষয়টি বিবেচনা করে দেখবে। এছাড়া আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

এ সম্পর্কিত আরও পড়ুন