লিভারপুলের বিপক্ষে দুই তারকা ফুটবলারকে পাচ্ছে না আনচেলত্তি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বুধবার (২২ ফেব্রুয়ারি) অ্যান্ডফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। রেডসদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মাদ্রিদকে লড়তে হবে জার্মান মিড ফিল্ডার টনি ক্রুস ও ফ্রান্সের তরুণ ফুটবলার সুয়েমেনিকে ছাড়াই।
সোমবার (২০ ফেব্রুয়ারি) লিভারপুলের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় লিভারপুলের বিপক্ষে ক্রুসকে রাখা হয়নি দলে। অন্যদিকে, ফ্লু'তে আক্রান্ত হওয়া সুয়েমেনি এখনও সুস্থ হননি। ফলে, দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে ছাড়াই ইয়ুর্গেন ক্লপকে বধের পরিকল্পনা সাজাতে হবে আনচেলত্তিকে।
এই দুই তারকাকে না পেলেও লিভারপুলের বিপক্ষে করিম বেনজেমাকে পাচ্ছে দলটি।
📋✅ Our squad for the match 🆚 @LFC!#UCL pic.twitter.com/VwdG1L0B3S
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 20, 2023