চট্টগ্রামে কেমিক্যাল দোকানে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি ওয়েল্ডিং কারখানা ও কেমিক্যাল দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। এ সময় আগুনে পুড়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম গনমাধ্যমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই ভবনে বিভিন্ন দোকান এবং গোডাউন রয়েছে। সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে মো. ইদ্রিস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।