আর্কাইভ থেকে ক্রিকেট

মিসাইল না থাকলে আমাদের গেরিলা যুদ্ধ করতে হবেঃ হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে টাইগারদের দায়িত্ব নিতে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত সোমবার রাতে ঢাকায় আসলেও আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি। আর প্রথমদিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরচেনা রুপেই দিলেন প্রশ্নের উত্তর।

তাঁর অধীনে ঘরের মাঠে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে হাথুরু কিছুটা চটে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই,তখন কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তাঁরা কি করে ঘরের মাঠে? ভারত তাদের ঘরের মাঠে কি করছে?’

এরপর হাথুরুসিংহে বলেন, ‘বিদেশে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের (অন্য দেশকে) আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট ছোট অস্ত্র দিয়েই লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন