আর্কাইভ থেকে অপরাধ

ফরিদপুরের সালথায় ভ্যান চালকের লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় লাভলু ফকির (৪০) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কাইল ও মীরকান্দী এলাকায় একটি খেলার মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সালথা থানা  পুলিশ। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার লাভলু ফকির বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেচাঁনো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সালথা থানার উপ-পরিদর্শক মোঃ জাফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাত হাল রিপোর্ট করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন