আর্কাইভ থেকে অপরাধ

পটুয়াখালীর মহিপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আহত

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভখাটে ভাগ্নের ধারালো ছুরিকাঘাতে মামা মো. জয়নাল শিকদার (৪৫) গুরুতর আহত হয়েছে। মহিপুরের সেরাজপুর গ্রামের জনতা ছুরিসহ হাতেনাতে ভাগ্নে সাইফুল হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। একই সঙ্গে রক্তাক্ত অবস্থায় আহত কৃষকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত মো. জয়নাল শিকদার জানান, একই গ্রামের প্রতিপক্ষ খালেক মিয়ার সঙ্গে দীর্ঘকাল ধেরে ছয় একর ৩৩ শতক জমি জমি চাষাবাদ নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধীয় জমির মাত্র ৩৩ শতাংশ জমি চাষাবাদি নিয়ে খালেক মিয়ার সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায় তার নাতী সাইফুল হাওলাদার কৃষক মো. জয়নাল শিকদারের পেটে ছুরিকাঘাত করে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এঘটনায় অভিযুক্তকে ছুরিসহ আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চত করেছেন।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন