আর্কাইভ থেকে ফুটবল

কেপা বীরত্বে চেলসির ২৩ বছরের অপেক্ষার অবসান

কোন মেজর কাপ ফাইনালে কেপা আরিজালাগাবা আর অতিরিক্ত সময়ে সাবস্টিউট হওয়া নিয়ে একটাই স্মৃতি মনে পড়বে ফুটবলপ্রেমীদের। ২০১৯ কারাবাও কাপের ফাইনালে কোচের নির্দেশ অমান্য করে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান বিশ্বের সবথেকে দামী এই গোলরক্ষক। সেবার এক পেনাল্টি রুখে দিতে সক্ষম হলেও তা যথেষ্ট ছিলো না। সিটির বিপক্ষে ফাইনাল হেরে কেপাকে গুণতে হয় নিয়ম ভাঙার জরিমানাও।
 
সেবার খলনায়কে পরিণত হওয়া কেপা এবার গল্পটা লিখলেন সম্পূর্ণ উল্টো করে। টাইব্রেকারের আগে মাঠে নামলেন সাবস্টিটিউট হিসেবে, ২ শট রুখে দিয়ে চেলসিকে জেতালেন সুপার কাপ শিরোপা। আর এর মধ্য দিয়ে তৃতীয়বারের প্রচেষ্টায় প্রথমবারের মতো সুপার কাপ টাইব্রেকারে শেষ হাসি স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। 

কেপার বীরত্বের দিনে ভিয়ারিয়ালকে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ জিতে নিয়েছে চেলসি। নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে ১৩ হাজার দর্শকের সামনে ১-১ গোলে সমতায় থেকে ১২০ মিনিট শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্প্যানিশ ক্লাবটিকে ৬-৫ ব্যবধানে হারায় ব্লুজরা। ১৯৯৮ সালের পর এটাই প্রথম সুপার কাপ জয় ইংলিশ ক্লাবটির। 

চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো। কর্নারে টিমো ভার্নারের শট লাফিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তিন মিনিট পর এনগোলো কন্তের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আরেক দফা বেঁচে যায় ভিয়ারিয়াল।

তবে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে খেলতে থাকা চেলসি প্রত্যাশিতভাবেই ২৭তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে কাই হাভার্টজের বাড়ানো পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন মরক্কোর মিডফিল্ডার হাখিম জিয়েখ।

পাল্টা আক্রমণে ৩২তম মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল ভিয়ারিয়াল; কিন্তু ফরাসি ফরোয়ার্ড বুয়ে জিয়ার শট এগিয়ে এসে ঠেকান গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। ২ মিনিট পর অন্যপাশে মার্কোস আলোনসোর নিচু শট ঝাঁপিয়ে ফেরান ভিয়ারিয়াল গোলরক্ষক সার্জিও আসেনহো। প্রভাব বিস্তার করেই প্রথমার্ধ পার করে চেলসি। 

তবে ভিয়ারিয়াল সমতা ফেরায় দ্বিতীয়ার্ধে।৭৩তম মিনিটে জিয়ার ব্যাকপাস পেয়ে জোরালো উঁচু শটে সমতা টানেন জেরার্ড মরেনো। গত মৌসুমে ৩০ গোল করা স্ট্রাইকার ভিয়ারিয়ালের হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় এই নিয়ে শেষ ৯ ম্যাচে ৮ গোল করলেন।

অতিরিক্ত সময়ের দশম মিনিটে ফাঁকায় বল পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি ক্রিস্টিয়ান পুলিসিক। আট মিনিট পর ম্যাসন মাউন্টের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকান আসেনহো। সমতায় থেকেই পার হয় মোট ১২০ মিনিট। তবে টাইব্রেকারে যাবার আগে মেন্ডিকে উঠিয়ে কেপাকে মাঠে নামান টুখেল। সেই কেপাই ২৩ বছর পর চেলসির সুপার কাপ জয়ের নায়ক।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন