ইতালিতে সাংবাদিক তুহিন করোনায় আক্রান্ত
ইতালির প্রবাসী কবি ও সিনিয়র সাংবাদিক তুহিন মাহামুদ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে কর্মরত।
সপ্তাহ খানেক ধরে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় গত রবিবার (১১ অক্টোবর) তার করোনা পজিটিভ আসে।
বর্তমানে তিনি মিলানের সানরাফায়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুহিন মাহামুদ তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তুহিন মাহামুদ ইতালির বাংলা কমিউনিটির পরিচিত মুখ। ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম ইতালির সভাপতি, মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির উপদেষ্টা, শিকড় টিভির পরিচালক, সকালের সংবাদ ডট কমের ইউরোপ ব্যুরো হিসেবেও কাজ করছেন।
সাংবাদিকতার পাশাপাশি কবি হিসেবেও বেশ পরিচিত তিনি। ২০২০ বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ অতৃপ্ত বাসনা প্রকাশ হয়। যা পাঠক মহলে বেশ সাড়া দিয়েছে।