বরিশাল থেকে সব রুটে বাস-লঞ্চ চলাচল শুরু
বরিশালে বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বাস ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা। দুপুর ১টার পর থেকেই বাস চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রুপাতলিস্থ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস।
তিনি জানান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এদিকে বেলা ১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, শ্রমিকরা লঞ্চ চলাচল শুরু করেছেন। এখন স্বাভাবিক নিয়মে চলাচল করছে।