আর্কাইভ থেকে এশিয়া

বিদেশিদের সহায়তাকারী আফগানদের খুঁজছে তালেবান যোদ্ধারা

মার্কিন ও ন্যাটোবাহিনীকে সহায়তাকারী আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাসি চালাচ্ছে তালেবান যোদ্ধারা। এমনকি দেশ ছাড়ার উদ্দেশে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের জড়ো হওয়া মানুষের মধ্যেও বিদেশি সহায়তাকারীদের খোঁজা হচ্ছে। এমনকি দেশ ছেড়ে যেতে রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া মানুষের ভিড়েও বিদেশি সহায়তাকারীদের খোঁজা হচ্ছে। জাতিসংঘের গোপন নথিতে এমন সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নথিতে বলা আছে, বাড়ি বাড়ি গিয়ে বিদেশি সেনা ও সরকারকে সহায়তাকারীদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলার ও হুমকি দিচ্ছে তালেবান। প্রায় দুই দশক ধরে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে অবস্থানের সময় নানাভাবে তাদের সঙ্গে কাজ করেছে স্থানীয় নাগরিকরা।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, এদেরই একজন নওরোজ আলী। আফগানিস্তানে নিউজিল্যান্ড বাহিনীকে সহায়তা করেছিলেন তিনি। বর্তমানে কাবুলে পরিবারের সঙ্গে আত্মগোপন করে আছেন নওরোজ আলী। তিনি জানান, ভীষণ ভয়ে আছেন। অন্ধকারে গুলির শব্দ শুনতে পান তিনি। এমনকি রাতে ঘুমাতেও পারেন না।

নওরোজ আলী বলেন, রাতের বেলা ভয়ে কাঁপতে থাকি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। যত বেশি দিন এখানে কাটাচ্ছি, ততই চিন্তিত হয়ে পড়ছি। তালেবানরা জোট বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের সন্ধান করতে শুরু করেছে।

আফগানিস্তানে নিউজিল্যান্ড বাহিনীকে সহায়তাকারী ৩৭ জনের একজন নওরোজ আলী। তালেবান ধরতে পারলে নির্যাতন বা মৃত্যুর মুখোমুখি হতে পারেন বলে মনে করেন তিনি।

এদিকে চলতি সপ্তাহে নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, নিউজিল্যান্ড বাহিনীর জন্য কাজ করা আফগানদের সরিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। বৃহস্পতিবার সকালে একটি সি-১৩০ প্রতিরক্ষা বিমান সাহায্যের জন্য ছেড়ে গেছে।

কাবুল থেকে নওরোজ আলী টেলিফোন বলেন, এখন তিনি যে এলাকায় আছেন তা পুরোপুরি তালেবানের দ্বারা নিয়ন্ত্রিত। সর্বত্র তালেবানদের চেকপোস্ট বসানো আছে।

নওরোজ আলী বলেন, তালেবানদের টহলদল এক এলাকা থেকে অন্য এলাকায় আসা-যাওয়া করছে। নারী এবং মেয়েদের বাইরে যেতে দেখবেন না। আমিও বাইরে যেতে পারছি না। কারণ খবর শুনেছি, জোট বাহিনীকে সাহায্যকারীদের অনুসন্ধান করছে তালেবান। যাদের তারা অনুসন্ধান করছে তাদের হত্যাও করা হতে পারে।

আফগানিস্তানের বামিয়ান প্রদেশে নিউজিল্যান্ড বাহিনীর সঙ্গে কাজ করেছেন নওরোজ আলী। সেখানে নিউজিল্যান্ডের প্রভিন্সিয়াল রিকনস্ট্রাকশন টিম (পিআরটি) নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল। কিউই ঘাঁটিতে একজন দোভাষী এবং একটি গেট সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। গার্ডিয়ানকে নিউজিল্যান্ড এবং সহযোগী দখলদার বাহিনীর সঙ্গে তার কাজ প্রমাণ করার জন্য একাধিক নথিও সরবরাহ করেছেন নওরোজ আলী।

এদিকে, সবাইকে ঐক্যের ডাক দিয়ে আজ শুক্রবারের জুমার নামাজ আদায় করতে আফগান ইমামদের আহ্বান জানাতে বলেছে তালেবান যোদ্ধারা। তালেবানের ক্ষমতা দখলের পর এটিই প্রথম জুমা। এছাড়া আফগানদের দেশ না ছাড়ার আহ্বানও জানিয়েছে তালেবানরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন