আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনা শনাক্ত ছাড়িয়েছে ২১ কোটি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১১ হাজারের কাছাকাছি মানুষ। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাত লাখ ২০ হাজারের বেশি। একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইন্দোনেশিয়ায়। আর সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইন্দোনেশিয়ায়। এদিন দেশটিতে দেড় হাজারের মতো মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। একদিনে ভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৩ জন। এ নিয়ে ইন্দোনেশিয়ায় করোনায় মোট মারা গেছে এক লাখ সাড়ে ২২ হাজার জনের বেশি। মোট ভাইরাস শনাক্ত হলো প্রায় ৩৯ লাখ ৩১ হাজার জন।

তবে এদিন সংক্রমণ শনাক্তে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারও মার্কিন মূলুকে ভাইরাসটি মিলেছে এক লাখ ৫৫ হাজার জনের শরীরে। এদিন দেশটিতে মারা গেছে প্রায় এক হাজারের মতো মানুষ। যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ৮২ লাখ ৩১ হাজারের বেশি মানুষ। আর মোট মারা গেছে ছয় লাখ ৪৩ হাজারের বেশি।

আবারও একদিনে হাজারের ওপর প্রাণহানি দেখলো ব্রাজিল। একদিনে সেখানে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৯৯১ জন। ব্রাজিলে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় দুই কোটি পাঁচ লাখ। আর মোট মারা গেছে পাঁচ লাখ পৌঁনে ৭৩ হাজার জন।

এছাড়া এদিন করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোয় ৯৪০, রাশিয়ায় ৭৯১, ইরান ও ভারতে সাড়ে পাঁচশোর বেশি মানুষ মারা গেছে।  

বিশ্বে মোট ৪৪ লাখ ১৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনাভাইরাস। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ কোটি আট লাখ। আর প্রাণঘাতি ভাইরাস থেকে সুস্থ হয়েছে বিশ্বের ১৮ কোটি ৮৭ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন