কমিউনিকেশন গ্যাপের কারণে মোস্ট ওয়ান্টেডের তালিকায় হারিস ও আনিসের নাম: স্বরাষ্ট্রমন্ত্রী
যথাযথ নিয়মে জেনারেল আজিজ আহমেদ এর ভাই হারিস আহমেদ ও আনিস আহমেদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হারিসের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনো কেন রয়েছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।
পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন গোপনীয়তা ছিল না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন: আল জাজিরার প্রতিবেদন : ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি
শুভ মাহফুজ