আর্কাইভ থেকে দুর্ঘটনা

বরিশালে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৮

বরিশাল-ঢাকা মহাসড়কের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি এবং পিছন থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন । আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট)  দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের পাড় এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

দুপুর পৌনে দুইটায় সড়ক দূর্ঘটনা ও আহতদের বিষয়টি  নিশ্চিত করেছেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনির ভূইয়া।

এসময় তিনি জানান,কাঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহন ও বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ঘটনাস্থলে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিছন থেকে এসে বিআরটিসি বাসের নিচে ডুকে যায় একটি প্রাইভেটকার।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮ জন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি। সড়কের যানচলাচল স্বাভাবিক করার জন্য ক্ষতিগ্রস্থ বাস ও প্রাইভেটকার কে সরানোর জন্য উদ্ধার কাজ চলমান রয়েছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন