আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় আরও ১০ হাজার মানুষের মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও প্রায় ১০ হাজার জন। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে গেল ২৪ ঘণ্টায় আবারও সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার করোনায় মারা গেছে এক হাজার ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৯০ হাজারের ওপর। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ায়। একদিনে সবচেয়ে বেশি ২৯৪ জন মারা গেছে টেক্সাসে।

মহামারি রোধে টিকাদান দ্রুত গতিতে চললেও আবারও করোনার প্রকোপ ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। বেড খালি নেই অনেক হাসপাতালেই।

শুক্রবার উত্তর অ্যামেরিকার আরেক দেশ মেক্সিকোতে করোনায় প্রাণ গেছে আরও ৮৩৫ জন।

এদিন ৮শ’ জনের মতো মৃত্যু হয়েছে ব্রাজিল ও রাশিয়ায়।

এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় মারা গেছে ৫৯৯ জন।

এশিয়ার আরেক দেশ ইরানে মৃত্যু হয়েছে ৫৭১ জনের। আর ভারতে করোনায় মারা গেছে ৫১৪ জন।

বিশ্বে মোট করোনা আক্রান্ত ছাড়িয়েছে ২১ কোটি ৬২ লাখ। মহামারি করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫ লাখের কাছাকাছি। আর করোনা থেকে সেরে উঠেছে বিশ্বের ১৯ কোটি ৩১ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন