আর্কাইভ থেকে এশিয়া

সীমান্ত নিয়ে আসাম ও মিজোরামে আবারো উত্তেজনা

সীমান্ত বিরোধ নিয়ে ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে রাজ্য দুইটির সীমান্ত সংলগ্ন খুলিছড়া এলাকায় অচলাবস্থা তৈরী হয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, আসামের অধীনে এলাকাটিতে একটি সড়ক নির্মাণে মিজোরামের বাঁধা দেওয়ার পর নতুন করে এ উত্তেজনা তৈরী হয়েছে। নতুন এই বিরোধের জন্য একে অপরকে দায়ী করছে আসাম ও মিজোরাম রাজ্য।

আসাম পুলিশের অভিযোগ, নিজেদের সীমান্তে রাস্তা নির্মাণ করলেও শ্রমিকদের বাঁধা দিচ্ছে মিজোরামের কিছু অস্ত্রধারী ব্যক্তি। অন্যদিকে, নিজেদের সীমানায় আসাম এই রাস্তা তৈরী করছে বলে অভিযোগ করেছে মিজোরাম।

নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকলেও দুটি রাজ্যই এলাকাটিতে পুলিশের উপস্থিতি বাড়িয়েছে। সংঘর্ষ এড়াতে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

এর আগে গেল মাসে সীমান্ত বিরোধের জের ধরে দুইটি রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত হয় আসামের ছয় পুলিশ। এ ঘটনায় আহত হয় ৪৫ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন