আর্কাইভ থেকে ক্রিকেট

সিরিজ শুরুর আগে বিশ্বকাপের দল চেয়েছিলেন মাহমুদউল্লাহ

কোচের পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও চেয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ঘোষণা হোক। স্কোয়াড ঘোষণা নিয়ে কোচ-অধিনায়কের চাওয়া পূর্ণতা পায়নি। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আগেই ঘোষণা দিয়েছিলেন সিরিজের মাঝপথে দল ঘোষণার। 

সিরিজের মাঝপথে বিশ্বকাপ দল ঘোষণার, সিদ্ধান্ত পুরনো। নির্বাচক কমিটির সিদ্ধান্ত জানা ছিলো কোচ ও অধিনায়কেরও। সোমবার রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে ভিন্ন মত উপস্থাপন করে আলোচনায় আসেন। কোচের পথ অনুসরণ করেছেন অধিনায়কও। দুজনের চাওয়া ছিলো মাঝপথে না দিয়ে, সিরিজের আগে বিশ্বকাপ দল ঘোষণা।

কোচ রাসেল ডমিঙ্গো বলেন, সিরিজ শুরুর আগে বিশ্বকাপ দল ঘোষণা করতে পারলে দারুণ হতো। তাহলে মানসিক চাপ থাকতো না। ক্রিকেটাররা নির্ভার হয়ে খেলতে পারতো।

টি টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত করতে, ইতোমধ্যে কোচ, অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সাথে বসেছেন নির্বাচকরা। তারপরও চূড়ান্ত দল দিতে দেরি কেনো? বিসিবির ভেতরের খবর প্রভাবশালী বোর্ড পরিচালকের অনুরোধে সিরিজের মাঝপথে দল দিতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা।

আইসিসির নির্দেশনা অনুযায়ী দশ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াড দিতে হবে। ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাপুয়া নিউগিনি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন