আর্কাইভ থেকে দেশজুড়ে

নোয়াখালী পৌর শহরে ১৪৪ ধারা জারি, কঠোর অবস্থানে প্রশাসন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে তিনটি গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌর এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম খান এ আদেশ জারি করেন।

এ-সংক্রান্ত আদেশে জেলা প্রশাসক বলেন, ১৪৪ ধারা চলাকালে পৌর এলাকায় (মাইজদী, দত্তেরহাট, সোনাপু) ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। জরুরি অবস্থার আওতাধীন এলাকায় একসঙ্গে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

জানা গেছে, গত কিছুদিন ধরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। অভিযোগ রয়েছে, জেলার বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের অনুসারীরা আলাদাভাবে নিজেদের কর্মসূচি পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় তিনটি গ্রুপই সোমবার পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। তিন নেতার অনুসারীরা নিজেদের সমাবেশ সফল করতে রোববার বিকেল থেকেই মাইজদী শহরে পথসভা ও মিছিল করতে থাকে। এ সময় তিন গ্রুপের অনুসারী নেতাকর্মী জেলা শহরে পথসভা ও মিছিল করলে ত্রিমুখী উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন