আর্কাইভ থেকে ফুটবল

ফিলিস্তিনের কাছে বাংলাদেশের লজ্জার হার

কিরগিজস্তানে থ্রি নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের বাংলাদেশ। 

রোববার (৫ সেপ্টেম্বর) বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধে গোল দুটি আসে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়। দুটি গোলই এসেছে মাহমুদ ঈদের বাড়ানো বল থেকে।

শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ফিলিস্তিনের। ৩৩ মিনিটে প্রথম গোল পায় তারা। তবে এর পেছনে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের কিছুটা দায় রয়েছে। 

মাঝমাঠের একটু সামনে ফিলিস্তিন ফরোয়ার্ড লম্বা বল ঠেলেন বক্সে। সোহেল তা ধরতে সামনে আসেন। তবে তিনি এর নাগাল পাওয়ার আগেই ফরোয়ার্ড ইদ সতীর্থের উদ্দেশ্যে বল ঠেলেন বক্সে। ফরোয়ার্ড খাহরুভের তা জালে পাঠাতে সমস্যা হয়নি।

প্রথমার্ধে বাংলাদেশ আরও পিছিয়ে পড়তে পারত। তবে গোলরক্ষক সোহেলের দুটি দুর্দান্ত সেভে সেটা হয়নি। বিরতি থেকে ফিরতেই ব্যবধান দ্বিগুণ করে মধ্যপ্রাচ্যের দেশটি। ৪৭ মিনিটে সেই ঈদের ক্রসে হেডে গোল করেন ইয়াসির হামিদ। 

ফিলিস্তিন ২ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হারে। তবে বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরল তারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন