আর্কাইভ থেকে অপরাধ

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী

সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে নিজ ভাড়া ঘরে ৪৫ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে জানালা ভেঙ্গে পালিয়ে যায় স্বামী।

পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) ওবায়দুল বলেন, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন