শহীদ মিনারে বিএনপি নেতাদের শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ ভোর ৬টায় কালোব্যাজসহকারে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীরা জমায়েত হন এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের করব জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, প্রকৌশলী ইশরাক হোসেনসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
শেখ সোহান