আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় পৌঁনে ২৫ লাখ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত সাড়ে আট হাজার জন। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় চার লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সর্বোচ্চ ১৯শ’ জনের বেশি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ১০ হাজার ছুঁইছুঁই। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে দুই কোটি ৮৭ লাখের বেশি মানুষ।

এদিন এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি এক লাখের বেশি মানুষ।

২শ’ থেকে ৫শ’ জনের মৃত্যু রেকর্ড করেছে জার্মানি, ফিলিপাইন, ইতালি, পোল্যান্ড, ব্রিটেন ও রাশিয়া।

ভারতে মহামারির বছরজুড়ে মারা গেছে এক লাখ সাড়ে ৫৬ হাজারের মতো। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি ৯৯ লাখের বেশি মানুষ।

মেক্সিকোতে মৃতের এ সংখ্যা এক লাখ ৭৯ হাজার।

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত টিকা নিয়েছে ২০ কোটি মানুষ। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ২৪ লাখ ৭২ হাজার। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ কোটি ৪৮ লাখের বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আট কোটি ৬৮ লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন