নড়িয়ায় ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। নিহত ওই ছাত্রের নাম মাহবুব হোসেন অন্তু (১৯)।তিনি উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাহবুবকে মুঠোফোনে কল দিয়ে না পাওয়ায় তার বন্ধুরা বাড়িতে এসে তার ঘর বন্ধ পায়, পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
মুনিয়া