আর্কাইভ থেকে বাংলাদেশ

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি

ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। তবে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নেতৃত্ব দিবেন। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন।

কোহলি বলেন, আমি শেষ ৮-৯ বছর ধরে সব সংস্করণে খেলেছি। পাশাপাশি ৫-৬ বছর ধরে অধিনায়কত্বও করছি। ওয়ার্কলোড অনেক বেশি ছিল। আমি মনে করি, ওয়ানডে এবং টেস্টে নেতৃত্ব দিতে আমার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা জরুরি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আমি নিজের সবটুকুই দিয়েছি এবং আগামীতেও ব্যাটসম্যান হিসেবে সবকিছু দিতে থাকব। 

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার কাছের মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সঙ্গেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।

কোহলি ২০১৭ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টির নেতৃত্বে আসেন। এরপর থেকে এখন পর্যন্ত ভারতকে ৪৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন