১৫টি দাবিতে সারাদেশে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট চলছে
গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধসহ ১৫টি দাবিতে ভোর ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে চলছে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট।
সোমবার (২০ সেপ্টেম্বর)এ ধর্মঘটের ডাক দেয় ট্রাক কাভার্ডভ্যান, মিনিট্রাক পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারনে সকাল থেকেই বিভিন্ন জেলার সবকটি রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানসহ পণ্যবাহী পরিবহন।
ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন হুশিয়ারী জানিয়েছেন, এসমসয়ে কোন পণ্যবাহী ট্রাক কাভার্ডভ্যান চলবেনা।
সংগঠনের নেতারা জানিয়েছেন,মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহারসহ সবগুলো দাবি না মানলে, আগামীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হেবে।