সিলেটে দু’বোনের ঝুল্ন্ত মরদেহ উদ্ধার
সিলেটে নগরীর একটি বাসা থেকে দু’বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে, নগরীর চার নম্বর ওয়ার্ডের কোনাপাড়ার নিজেদের বাসা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম রানী বেগম ও তার বোন ফাতেমা বেগম।
পুলিশ জানায়, স্বজনরা দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় । সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির প্রাথমিকভাবে ধারণা করছেন,পারিবারিক কলহ থেকে দু’বোন আত্মহত্যা করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।