আর্কাইভ থেকে অপরাধ

রামপুরায় ফ্ল্যাট থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পূর্ব রামপুরার জামতলা থেকে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম লামিয়া আক্তার (১৯)। নামে তার স্বামী হৃদয় ফকির (২২) পলাতক রয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করে। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, খবর পেয়ে আমরা পূর্ব রামপুরার জামতলার ১৩৮/৪/৫/এ নম্বর বাসার চতুর্থ তলায় যাই। সেখানে ঘরের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে গন্ধ আসায় পাশের ফ্ল্যাটের লোকজন আমাদের খবর দেয়। দরজা ভেঙে ভেতর ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওই নারী ঝুলছে। তার দেহ পঁচে গেছে। পরে তার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢামেক মর্গে নিয়ে আসি।

তিনি আরও বলেন, নিহতের স্বামী হৃদয়কে পাওয়া যায়রি। তিনি পলাতক। তিন থেকে চার মাস আগে তাদের বিয়ে হয়। হৃদয় একটি গ্যারেজে ডেন্ট-পেইন্টের কাজ করত। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটির কিছু দূরেই তার মোবাইল পড়ে ছিল। তার স্বামী হৃদয়কে গ্রেপ্তার করলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন