আর্কাইভ থেকে ফুটবল

সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে মালদ্বীপ গেল ব্রুজনের শীর্ষরা

সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

উপ মহাদেশীয় এই টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা। দেশটির রাজধানী মালির জাতীয় স্টেডিয়ামে আগামী ১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এটি বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজনের প্রথম মিশন। সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংসের কোচকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ময়দানি লড়াইয়ে নামবে শ্রীলংকার বিপক্ষে। লাল সবুজ জার্সির দলটির দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে ৪ অক্টোবর। এরপর ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। লীগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর  বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

লিগের শীর্ষ পয়েন্টধারী দুটি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

দল: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

এ সম্পর্কিত আরও পড়ুন